রক্তদান জীবন রক্ষার একটি মহান ভ্রত
ব্লাড ড্রপ বিডি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা যা রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি রক্তের প্রয়োজনীয় মানুষের কাছে সময়মতো রক্ত পৌঁছে দেওয়া।
রক্তদাতা হোনরক্তদান
জীবন বাঁচানোর মহৎ কাজ
আমাদের লক্ষ্য
রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং স্বেচ্ছায় রক্তদাতাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, যাতে কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে সহজেই তা পেতে পারেন।
আমাদের দৃষ্টিভঙ্গি
এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে রক্তের প্রয়োজনে কেউ অসহায় থাকবে না। প্রত্যেক মানুষ রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানোর সুযোগ পাবে।
আমাদের মূল্যবোধ
মানবতা, সেবা, নিঃস্বার্থত, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা - এই মূল্যবোধগুলো আমাদের কাজের মূল ভিত্তি।
ব্রাড ড্রপ বিডির পরিচালনা পরিষদ
এই মহৎ কাজে যারা নিয়োজিত রয়েছেন
উপদেষ্টাবৃন্দ
এখনই যুক্ত হোন
আপনার রক্তদান হতে পারে কারো জন্য বেঁচে থাকার আশার আলো।