ব্লাড ড্রপ বিডি একটি স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা যা রক্তদাতা ও রক্তের প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
ব্লাড ড্রপ বিডি এর লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি জেলায় একটি কার্যকর রক্তদাতা ও রক্ত গ্রহিতাদের মাঝে নেটওয়ার্ক গড়ে তোলা।
ব্লাড ড্রপ বিডি থেকে সেবা পেতে কোন আর্থিক মূল্য প্রদান করতে হয় না।